শেখ মোঃ হারুনুর রশিদ :
হবিগঞ্জের চুনারুঘাটে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২০অক্টোবর) জুমার নামাজের মাধ্যমে মসজিদের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এর আগে উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মসজিদ কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাহবুব আলম মাহবুব।
ইসলামিক ফাউন্ডেশন চুনারুঘাট উপজেলা সহকারী পরিদর্শক মাওলানা মোশাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,
ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার উপপরিচালক মাওলানা মনিরুজ্জামান আল কাদরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেইন জিতু,থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী,চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মুসল্লীয়ান।
জানা যায়,চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামে নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে (বি-ক্যাটাগরি) ৪০ শতাংশ জমির ওপর নির্মিত। তিন তলাবিশিষ্ট মসজিদটির নিচের ফ্লোরের আয়তন ১১ হাজার ৫০০ বর্গফুট, দ্বিতীয় ও তৃতীয় ফ্লোরের আয়তন ৮০০ বর্গফুট। দৃষ্টিনন্দন ভবনের মোট আয়তন ২৭ হাজার ১০০ বর্গফুট। মসজিদটিতে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ৮৫০ জন পুরুষ ও ৩০০ জন নারী মুসল্লি। বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা।
প্রসঙ্গত,গত ১৬জানুয়ারী(সোমবার)সকাল ১০টায় দ্বিতীয় ধাপে সারাদেশে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামে মডেল মসজিদ উদ্বোধন করা হয়।তবে কিছু জটিলতার কারণে উদ্বোধনের পর দীর্ঘ ৯ মাসেও ওই মসজিদের কার্যক্রম চালু করা সম্ভব হয়নি বলে জানান মসজিদ কর্তৃপক্ষ।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদের কার্যক্রম শুরু হয়।
উপজেলা চেয়রাম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন,মসজিদে ১জন ইমাম,১জন মোয়াজ্জিন ও ১ জন খাদেম নিয়োগ দেয়া হয়েছে।খুব শীঘ্রই আরও একজন খাদেম নিয়োগ দেয়া হবে।পরে ফিলিস্তিনি মজলুমদের জন্য সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।