শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে মা সমাবেশ ও হাত ধোয়া প্রদশর্নী অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চরহামুয়া কমিনিউটি ক্লিনিকে সূচনা কর্মসুচীর সহযোগীতায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইমরানুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেইভ দ্যা চিল্ডেন এর টেকনিকেল ম্যানাজার মোঃ মাকছুদুর রহমান, হবিগঞ্জ সুচনা প্রকল্পের টেকনিকেল অফিসার আল আমিন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ।
এতে বক্তব্য রাখেন চরহামুয়া কমিনিউটি ক্লিনিকের কমিনিউটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচপি) মোঃ আল আমিন, মোঃ কাজল মিয়া, রুমা আক্তার, রুনা বেগম, মাজেদা খাতুন ,আলেয়া আক্তার, মুক্তা জাহান, তানজিলা আক্তার প্রমুখ।
এতে অর্ধ শতাধিক নারী ও পুরুষ অংশ গ্রহন করেন।