রুবেল মিয়া,মাধবপুর থেকে :
হবিগঞ্জের মাধবপুরে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধ কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপদগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ ও সভা অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা হল রুমে যুব উন্নয়ন অফিস কতৃক আয়োজিত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান।
প্রধান অতিথি তার বক্তব্য সবাইকে যার যার অবস্থান থেকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদকেরর বিরোদ্ধে সোচ্চার হওয়ার আহব্বান করেন। আর সবাই যেন সত্যের পথে এগিয়ে যান। তিনি আরো বলেন দেশের প্রধান নেতৃত্ব দিচ্ছেন যুবরা, তাই যুবদের সব ক্ষেত্রে এগিয়ে থাকার আহব্বান করেন।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাইয়ূম, যুব সমবায় সমিতির সম্পাদক রুবেল মিয়া, মূখলেসুর রহমান সেলিম, বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্ধ।