অনলাইন ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা ও দুই সন্তানকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরব প্রবাসে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে গৃহকর্মী এসে বাড়ির গেইট লাগানো অবস্থায় দেখে অনেক ডাকাডাকি করেন।
পরে কেউ দরজা না খুললে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। কখন এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি এখনও।
পুলিশের একাধিক টিম এই ঘটনায় রহস্য উদ্ধার করতে ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।