হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় শুক্রবার গভীর রাতে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প একদল সদস্য অভিযান চালিয়ে ৮১ হাজার জাল টাকার নোট সহ সোহেল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে। গোপন সূত্রে খবর পেয়ে, র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প এএসপি মোঃ আজিজুল হক সরকার এর নেতৃত্বে র্যাব’র বিশেষ দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বুলা ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে জাল নোট চক্রের সক্রিয় সদস্য সোহেলকে আটক করে তলাশী চালিয়ে ৮১টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। র্যাব জানায়, ধৃত সোহেল জাল নোট চক্রের সক্রিয় সদস্য। এ ব্যাপারে র্যাব -৯ শ্রীমঙ্গল ক্যাম্পের পরিদর্শক তুষার সরকার বাদি হয়ে শনিবার সকালে মাধবপুর থানায় একটি মামলা করেছে।