স্টাফ রিপোর্টার :
সুশাসনের জন্য নাগরিক – সুজন হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা রবিবার ( ১৫ অক্টোবর) জেলা শহরের সুর বিতান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সুজন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি , এ এস এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুজন জেলা কমিটির সহ- সভাপতি মীর গোলাম রাব্বানী, সুজন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল।
এতে আলোচনায় অংশ নেন জেলা কমিটির নির্বাহী সদস্য ফয়সাল আহমেদ তুষার।
সভায় বক্তাগন বলেন সুজন হল সুশৃঙ্খল ও সংগঠিত একটি সংগঠন, যে সংগঠনের সদস্য গন, নিঃস্বার্থ ভাবে জনকল্যাণে,মানুষের নায্য অধিকার আদায়ের জন্য কাজ করে থাকে, নিজত্ব শ্রম ও অর্থ দিয়ে সুজনের কার্যক্রম পরিচালিত হয়, এই সংগঠনে মধ্যে ব্যক্তি বিষেশ কোন স্বার্থ নেই, দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যায় সুজন, দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সারা বাংলাদেশ একযোগে কাজ করে যাচ্ছে সুজন।
হবিগঞ্জে রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর প্রতি সুজনের আহ্বান সহিংসতা ত্যাগ করে, সুন্দর সুষ্ঠু ও শান্তিপ্রিয় একটি হবিগঞ্জ উপহার দিন আমাদের।
পরে আলোচনায় মাধ্যমে জুনাব আলী তালুকদার শামীম কে সভাপতি,উবাইদুর রহমান কে সহ-সভাপতি,
মিজানুর রহমান মিজান কে সাধারণ সম্পাদক ও
আমিনুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে
১১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়।