লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে ভিজিডির চাল উদ্ধারের ঘটনায় আসামীদের স্বীকারোক্তির খবর পাওয়া গেছে। লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লাদের ঘর থেকে ভিজিডির চাল উদ্ধারের ঘটনার মামলায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে আসামী মৃত রঙ্গু মোল্লার ছেলে ছুরুক মোল্লা ও মাহফুজ মোল্লার ছেলে ইসমাইল মোল্লা গত ৬ অক্টোবর বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করলে, বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
এ সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিকরুল ইসলাম গত ৮ অক্টোবর বিজ্ঞ আদালতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ আদেশ প্রাপ্ত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিকরুল ইসলাম আসামীদের কে থানায় এনে ঘটনার সত্য উদঘাটন করার স্বার্থে ব্যপক জিজ্ঞাসাবাদে আসামীগন ভিজিডির চাল উপকারভোগীদের কাছ থেকে ক্রয় করে ঘরে মজুদ করেছে মর্মে স্বীকারোক্তি দিয়েছেন মর্মে জানান তদন্তকারী কর্মকর্তা। উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা লাখাই থানার পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে আসামীদের বাড়ী থেকে ভিজিডির ১৩৫ বস্তা চাল উদ্ধার করে।
এ ঘটনায় লাখাই উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করে। আসামীদের রিমান্ড শেষে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করেছেন মর্মে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।