নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের পার্শ্ববর্তী হাওড়ে গতকাল শনিবার বিকালে বজ্রপাতে রুহেল মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে কিশোর রুহেল মিয়া ওই দিন বিকালে স্থানীয় হাওড়ে কৃষি কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন মূর্মূষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রুহেল মিয়াকে মৃত ঘোষনা করেন।