শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
” অসমতার বিরুদ্ধে লড়াই করি,দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতি পাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি নানা আয়োজন মধ্য দিয়ে প্রতিযোগিতা পুরস্কার বিতরণে দিনটি পালন করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ থেকে এক র ্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়।
র ্যালিতে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি সহ নানা শ্রেণির পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
সচেতন মূলক সভা উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূইয়া , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাদ বিন জাহাঙ্গীর সহ আরো অনেকেই।