লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার ইন্সপেক্টর কাজী হাবিবুর রহমান এর নেতৃত্ব মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাদক বিক্রেতাকে জেল জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা টিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তেঘরিয়া গ্রামের তাহির মিয়া ও হাদিছ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ২শত গ্রাম গাঁজা সহ দুই জনকে আটক করে লাখাই উপজেলার সহকারী কমিশনার মাসুদুর রহমান।
তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে তাহির মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করেছে এবং হাদিছ মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করেছে। এবং জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।