মতিউর রহমান মুন্না,নবীগঞ্জ(হবিগঞ্জ):হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁডি পুলিশ শনিবার সকালে কমলা দাশ (৪৫) নামের এক নিয়মিত মামলার আসামীকে গ্রেফতার করেছে।
ধৃত কমলা দাশ উপজেলার বড় ভাকৈর( পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, প্রায় মাস কানেক আগে ওই গ্রামের মৃত কাচন দাশের ছেলে ও পত্রিকার হকার রতন দাশের ভাই গোপেন্দ্র দাশকে ধৃত কমলা দাশ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় গোপেন্দ্র দাশ মামলা দায়ের করলে পুলিশ কমলা দাশকে গ্রেফতার করে।