এস এইচ টিটু :
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে “তথ্য আপার” উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১১ অক্টোবর )বিকালে উপজেলার নূরপুর ইউনিয়ন এর সুরাবই (খাড়ামারা) আশ্রায়ন প্রকল্পে তথ্য সেবা কর্মকর্তা নূপুর রানী মহন্ত এর সভাপতিত্বে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাদ বিন জাহাঙ্গীর, নূরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুক ভান্ডারী,সাবেক মেম্বার আব্দুল হাসিম জারুন সহ আরো অনেকেই।
উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সব সেবা বিনা মূল্যে পাওয়া যাবে।
বক্তারা আরও বলেন, প্রান্তিক সব নারীকে সেবা নিতে তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
উঠান বৈঠক শেষে খাড়ামারা আশ্রায়ন প্রকল্পটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম।
এসময় আশ্রায়ন প্রকল্পের কোমলমতি শিশুদের হাতে খেলাধুলা করার জন্য একটি ফুটবল তুলে দেন।