বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাই প্রেসক্লাব এর সহ-সভাপতি ও উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি এবং মেধাবী সাংবাদিক আতাউর রহমান ইমরান এর ইন্তেকাল( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
লাখাই উপজেলা পরিষদ এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফয়জুন্নেসা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম লিয়াকত এর একমাস সন্তান আতাউর রহমান ইমরান (৩৭) গতকাল মঙ্গলবার(১০ অক্টোবর) সন্ধায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, মা ও একমাত্র পুত্র সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রেখে যান।
আতাউর রহমান ইমরান এর মৃত্য সংবাদ তাঁর লাখাই উপজেলার গ্রামের বাড়ি পশ্চিম বুল্লা সহ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
সকলের প্রিয়মুখ আতাউর রহমান ইমরান কে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার লোক তাঁর বাড়ীতে ভিড় জমায়।
মরহুম আতাউর রহমান ইমরান এর প্রথম নামাজে জানাজা বুধবার দুপুর ২ ঘটিকায় পশ্চিম বুল্লা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় নামাজে জানাজা দুপুর ২-৩০ মিনিটে স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন হজরত শাহ বায়েজিদ ( রঃ) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
তাঁর নামাজে জানাজায় জেলা আওয়ামিলীগ এর সভাপতি ও হবিগঞ্জ – লাখাই – শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া সহ লাখাই উপজেলার সকল শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
প্রয়াত আতাউর রহমান ইমরান এর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তিবর্গ,সামাজিক সংগঠন শোক প্রকাশ করেন।
প্রদত্ত শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা হলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এনও) নাহিদা সুলতানা, সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সারোয়ার জনি, উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সম্পাদক জুয়েল রানা, লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি এডভোকেট আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,সুজন – সুশাসনের জন্য নাগরিক লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, আদর্শ সাহিত্য পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক তাফাজ্জল হক,বুল্লাবাজার ব্যকস এর পক্ষে সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ চৌধুরী, লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষে সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, বীরমুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি, সাংবাদিক এম,এ,ওয়াহেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী,হবিগঞ্জ জেলা পরিষদ এর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল আলম জসিম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক, হাবিবুর রহমান আজনু,উপজেলা যুবলীগ এর যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম,প্রয়াত আতাউর রহমান ইমরান এর চাচা,মাহবুব আলম মালু,সুমন আহমেদ বিজয়।