আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে জুয়ার বোর্ড খেলার উপকরণ ও নগদ ১২হাজার ৮০টাকা সহকারে ১৩জন জুয়াড়িকে গ্রেফতার করে থানা পুলিশ।
১০অক্টোবর (মঙ্গলবার)দুপুরের দিকে বানিয়াচং থানা পুলিশ গ্রেফতারকৃত ১৩জন জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,বানিয়াচং উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন গুলোতেও অন্যান্য অপরাধের পাশাপাশি একদল চিহ্নিত জুয়াড়ি দীর্ঘদিন ধরে বানিয়াচংয়ের বিভিন্ন হাওরে ও বাড়ি ঘরের মধ্যে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছিলো।
অন্যদিকে থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনও উপজেলার ভিতরে বিভিন্ন অপরাধ নির্মূলে অভিযান পরিচালনা করে যাচ্ছিলেন।
এরই ধারাবাহিকতায় গতকাল ৯অক্টোবর (সোমবার)দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ একটি জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করেন।
অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর নেতৃত্বে এসআই স্বপন সরকার,এসআই বদরুল,এএসআই হারুনসহ একদল পুলিশ বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের(জাতুকর্ণপাড়ায়)জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ঘরের মালিকসহ ১৩জন জুয়াড়িকে খেলার উপকরণ সামগ্রী ও নগদ ১২হাজার ৮০টাকা সহকারে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৫জন ও ২নং ওয়ার্ডের ৮জন বাসিন্দা।এর মধ্যে ২নং ওয়ার্ডের মোঃ দিলু মিয়া (৩০),পিতা-মোঃ সুরুজ আলী।মোঃ সেলু মিয়া (২৪)পিতা-মোঃ নবীন মিয়া।মোঃহেলাল মিয়া (২৫)পিতা-মৃত ওহাব উল্লা।মোঃসামছুদ্দিন (৪০)পিতা-সাজিদ উল্লা।মোঃনজরুল মিয়া (৩০)পিতা-মোঃ লিয়াকত আলী।মোঃশুক্কুর মিয়া (৩০)পিতা-আব্দুল নুর।মোঃআব্দুল হাই (৪৮)পিতা-মোঃ লাল মিয়া।মোঃসোহেল মিয়া(৩৫)পিতা-মৃত নুর আলী সর্বসাং- জাতুকর্ণপাড়া (চান্দের মহল্লা) এই ৮জন হলেন এই ওয়ার্ডের বাসিন্দা।১নং ওয়ার্ডের মোঃ রুপন মিয়া (৩২)পিতা-মৃত আব্দুর রহিম।জামাল মিয়া (২৬)পিতা-আব্দুল আলিম।মোঃকবির মিয়া (২৮)পিতা-মোঃ নাসির মিয়া।মোঃসবুজ মিয়া (৩৮)পিতা-আব্দুর রশিদ।মোঃজাহিদ মিয়া (৩৮)পিতা-মৃত নুর হোসেন। থানা পুলিশের জব্দ তালিকা ও মামলার কপি সূত্রে জানাযায়।
পুলিশ তাদের মামলায় এবং জব্দ তালিকায় জুয়াড়িদের কাছ থেকে ১৫৮পিস জুয়া খেলার তাস(কার্ড) ও নগদ ১২,০৮০/-টাকা উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে বানিয়াচং থানার ওসি(তদন্ত)আবু হানিফ এর সত্যতা নিশ্চিত করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার বিষয়টি জানিয়েছেন।