মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের শের আলী নামে এক নিরীহ ব্যাক্তি কে হত্যা মামলায় আসামী করে গ্রেফতার করার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার ( ৯ অক্টোবর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের হবিগন্জের মাধবপুর উপজেলা পরিষদের গেইটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এতে মীরনগর গ্রামের শত শত নারী পুরুষ অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন,মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাছির মিয়া হত্যা মামলায় তার ভাই আব্দুল কাইয়ুম বাদি হয়ে মীরনগর গ্রামের শের আলী সহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ( মামলা নং ১১. তারিখ ৮/৯/২০২৩)।
শের আলী একজন দিন মজুর। সাধারন একজন মানুষ।
শের আলীর নাম এই মামলায় ষড়যন্ত্র মুলক ভাবে অন্তভুক্ত করা হয়েছে।
এই মামলা থেকে মোঃ শের আলীর নাম প্রত্যাহারের দাবি জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন শের আলীর স্ত্রী,তার বোন সহ স্বজনরা।