আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জে মাধবপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৮২ জনের মাঝে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে ঋণের নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আহসান।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, চেয়ারম্যান আলাউদ্দিন, মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ প্রমুখ।
উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানাযায়, উপজেলা পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় মোট ৮২ জনের মধ্যে ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।