চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চুনারুঘাট উপজেলা ছাত্রদল।
রবিবার বিকাল ৫ টায় চুনারুঘাট পৌরশহর এ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট উত্তর বাজারে পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নবীউর রহমান অপূর্বর পরিচালনায় এতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগনকে মুক্তি না দিলে চুনারুঘাটে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।