দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা,চট্টগ্রাম রেলপথে বিরতিহীন ট্রেনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় কক্সবাজার টু সিলেট নতুন ট্রেন চালু, আসন বৃদ্ধি , পুরাতন ট্রেন গুলোর আসন নতুন করে বিন্যাস, ব্রডগেজ লাইন দ্রুত বাস্তবায়ন, টিকেট বৃদ্ধি, উত্তরবঙ্গ থেকে সিলেটের সাথে নতুন ট্রেনের সংযুক্তি, এরকম দাবি নিয়ে সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন ও পরিষদ শায়েস্তাগঞ্জ শাখার উদ্যোগ সারাদেশের এক যুগে মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে শায়েস্তাগঞ্জ শাখা এক মানববন্ধন ও আলোচনার আয়োজন করে।
জালাল উদ্দিন রুমির পরিচালনা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিজন এডভোকেট হুমায়ুন কবির সৈকত।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার সাংবাদিক, শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সংহতি প্রকাশ করেন।