মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ:
ছনাও গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। আলাপ কালে ওই চোরি যাওয়া গরুর মালিক মোঃ নুর ইসলাম বলেন। প্রতি দিনের মতো আমি শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে আমার দোকান থেকে রাত ৩ টায় বাড়িতে আসি। এসে দেখি আমার গোয়াল ঘরের দরজা খোলা এবং একটি ছোট গাভীর বাচ্চা ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি গোয়াল ঘরে ভিতরে যাই গিয়ে দেখি আমার দুটি গাভী ও একটি গাভীর বাচ্চা গোয়াল ঘরে নেই।
আমি ওই সময় সুর চিৎকার দিয়ে বাড়ি চতুর্দিকে গ্রামের অলিগলিতে গরু খুঁজতে থাকি এবং দৌড়াতে থাকি। কোথাও আমার গরু ৩টি পাইনি।
তিনি বলেন আমার ৩টি গরু বর্তমান বাজার মূল্যে প্রায় দেড় লাখ টাকার ও বেশি হতো।
আলাপকালে চোরাই কৃত গরুর মালিকের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। গত রাত্রে প্রবল বৃষ্টি হওয়ায় কখন যে চোরেরা আমার ৩টি গরু চুরি করে নিয়ে গেছে আমি টের পাইনি।
এব্যাপারে আলাপ কালে একই গ্রামের আরো ২জন চোরি যাওয়া গরুর মালিক মোঃ বুলবুল আহমেদ ও মোঃ কাছন মিয়া বলেন এই পর্যন্ত ৮/৯ মাসে ছনাও গ্রাম থেকে ১৮ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এতে অনেকেই নিঃস্ব হয়ে গেছে।অনেকেই গরুর পালন বন্ধ করে দিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, চুনারুঘাট উপজেলার ৭ নং উবাহাটা ছনাও গ্রামের প্রতিটি পবিবারই গরু চোরের আতঙ্কে নিজ নিজ গোয়াল ঘরে রাত পাহারা দিচ্ছেন। একের পর এক গরু চোরির ঘটনায় গ্রামের মানুষ চোর আতংকে আছেন।
এ ব্যাপারে সবার একটাই দাবি করেছেন প্রশাসনই পারে এক মাত্র ছনাও গ্রামের চোর আতঙ্ক থেকে তাদেরকে মুক্তি দিতে। সে জন্য সবাই প্রশাসনের সহযোগিতা কমনা করছেন।
উক্ত চোরির ঘটনটি ৭ নং উবাহাটা ইউপির চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীকে ও ৯ ওয়ার্ডের মেম্বার বাবুল মান্নাকে অবগত করা হয়েছে। এক পর্যায়ে মেম্বার বাবুল মান্নান সরেজমিনে চোরি যাওয়া গরুর মালিকের নুর ইসলামের বাড়িতে এসে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন।