অনলাইন ডেস্ক : বাহরাইনের আমওয়াজ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল হোসেন (৩৪) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ফয়সাল হোসেনের বাবার নাম অহিদুর রহমান। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া এলাকার দিশাবন্দ গ্রামে তাদের বাড়ি।
ঘটনার দিন রাত ১০টার দিকে আমওয়াজ থেকে কাজ শেষে সাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এসময় রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানায়, পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় ফয়সাল তিন বছর আগে পাঁচ লাখ টাকা ব্যয়ে বাহরাইনে আসেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।
শুক্রবার রাতে দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, গত ৩০ জুন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং- ৮১০৬৫৩৮৩৪।
নিহতের লাশ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার তার মরদেহ দেশে পাঠানো হবে বলে বাংলাদেশ দূতাবাসের একটি সুত্র জানিয়েছে।