আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ মো: তফসির মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।আটক মাদক কারবারী তফসির মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি আদর্শ গ্রামের মৃত আ: মতিনের পুত্র।
(৪অক্টোবর) বুধবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে কারাগারে পাঠিয়েছে চুনারুঘাট থানা পুলিশ।এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক।
তিনি জানান,সংবাদ আসে কালিশিরী গ্রামে বিপুল পরিমাণ মাদকের চালান পাচারের উদ্দেশ্যে গোয়াল ঘরে মজুদ করা হয়েছে।এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে থানার উপ-পরিদর্শক লিটন রায়ের নেতৃত্বে এএসআই উত্তম কুমার ঘোষ ও আব্দুর রহিম সহ একদল পুলিশ কালিশিড়ি গ্রামের মোঃ তফসির মিয়ার বসতবাড়ির গোয়াল ঘরে অভিযান চালায়।এসময় সেখান থেকে ১৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। সীমান্তে মাদক সহ চোরা চালান বন্ধে পুলিশের এধরনের অভিযান অব্যাহত আছে।