স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাটের শানখলা জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে রবিবার রাতে ডিবি’র ওসি নুরুল হক মামুনের তত্ত্বাবধানে এসআই আলমগীরসহ একদল পুলিশ চুনারুঘাটের শানখলা ইউনিয়নের চরঘাট নদীর পশ্চিমপাড়ে অভিযান চালায়।
অভিযানকালে জুয়ার বোর্ড থেকে ৪ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- উপজেলার দিয়াগাঁও গ্রামের মৃত মুনছব উল্লার পুত্র আবু তাহের (৫০), সিকান্দরপুর গ্রামের এরাজত উল্লার পুত্র আবিদুর রহমান (৪০), বরমপুর গ্রামের ফুল মিয়ার পুত্র জাহির আলী (৩৫) ও বড়কুটা গ্রামের হোসেন আলীর পুত্র মুসলিম উদ্দিন (৪০)। পরে পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করে।