নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ রবিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর ব্রিজে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মতিউর রহমান (২২)।
তারা অটোরিকশাযোগে বাহুবলের ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে মতিউরদের অটোরিকশা দৌলতপুর ব্রিজের কাছে গেলে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের গাড়িকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ফরিদা বেগম ঘটনাস্থলেই মারা যান।
পরে পথচারীরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে।
দুর্ঘটনা ও দুজন নিহতের বিষয়টি দৈনিক শায়েস্তাগঞ্জকে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাঈনুল ইসলাম।