লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসী ও একটি ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা করেছে আদালত।
রবিবার (১ অক্টোবর) লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদ সুলতানা দুপুরে স্থানীয় বুল্লা বাজার ও বামৈ বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুল্লা বাজারে শান্তি ফার্মেসী কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, লাইসেন্সবিহীন ব্যবসা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৫ ও ৫১ ধারায় ৫ হাজার টাক জরিমানা করা হয়েছে অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অপর দিকে বামৈ বড় বাজারে শুভ্র মেডিকেল হল কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দয়ানন্দ মেডিকেল হল কে ক্লিনিক প্রেক্টিস ও বেসরকারী ক্লিনিক, লাইসেন্সবিহীন অপরাধে ১৯৮২ সনের বিধি ৮ এর ১৩(২) এর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও শেফা ডায়াগনস্টিক সেন্টার কে স্বাস্থ বিধি লঙ্ঘন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৫ ধারায় ৫ হাজার জরিমানা অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী শামসুল আরেফীন,আবাসিক মেডিকেল অফিসার ( আর এম ও) ডাঃ তাজরিন মজুমদার, ডাঃ একে এম মঞ্জুরুল আহসান, স্যানীটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম। সহযোগিতা করেন লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক( এস,আই) মৃদুল কুমার ভৌমিক ও সঙ্গীয় পুলিশ ফোর্স।