এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশনায় পানছড়ি আশ্রয়ণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পানছড়ি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ইউএনও সিদ্ধার্থ ভৌমিক।এসময় তিনি উপকারভোগীদের বাড়ির আঙিনায় সবজি চাষে উদ্বুদ্ধকরণ,পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এছাড়াও জেলা প্রশাসকের নির্দেশনা ও অনুদান হতে উক্ত আশ্রয়ণ প্রকল্পে কমিউনিটি শেড নির্মাণ এর লক্ষ্যে সংশ্লিষ্ট উপকারভোগীদের নিয়ে স্থান নির্বাচন করা হয়।
এসময় প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় বাসিন্দা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।