মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ”বিনিয়োগে অগ্রাধিকার ,কন্যাশিশুর অধিকার”এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ পালিত হয়েছে।
সকালে উপজেলার চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান।
আরো বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান আল মামুন, মুক্তিযোদ্ধা জারু মিয়া , সাংবাদিক আজিজুর রহমান জয়, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যএ উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, আমাদের সামাজিক চিন্তা ভাবনা পরিবর্তন আনতে হবে। ছেলে মেয়েদের সমানভাবে দেখতে হবে। তিনি মেয়েদের উদ্দেশ্যে পড়ালেখা মনোযোগ দেওয়া আহ্বান জানান।