নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসক দেবী চন্দ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে “পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার বিষয়ে বক্তাগণ আলোকপাত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ট্রাভেল এজেন্সির প্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনগণ।