নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ শহরের বেবীস্টেন্ড এলাকায় দি ল্যাব এইড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ১১টায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, হাসপাতালের ২য় তলায় ল্যাবরেটরি কক্ষে এয়ারকন্ডিশন বিস্ফোরিত হয়ে এ আগুনের সূত্রপাত হয়।
এসময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে প্রায় ৮জন রোগী গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের এম্বুলেন্স ঘটনাস্থলে থাকলেও চালক না থাকার কারণে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা জানান, রোগীদেরকে উদ্ধার করে টমটম অটোরিকশা দিয়ে হাসপাতালে নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আমরা প্রায় ৮জন রোগী উদ্ধার করেছি। পুরো হাসপাতাল জুড়ে ধোয়ায় আচ্ছন্ন থাকার কারণে উদ্ধার তৎপরতায় বিলম্ব হয়েছে।