নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
এ সময় একই উপজেলার জগদীশপুর থেকে ২৫ ক্যান বিদেশ মদ ও ৫শ গ্রাম গাঁজাসহ ইটাখোলা গ্রামের আব্দুল হাসিমের পুত্র শাহ আলম (৪৩) কে আটক করা হয়।
এ বিষয়ে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।