নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া রেলস্টেশনের পেছনে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার নামকস্থানে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক করে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেলঘর গ্রামের মৃত তলাই মিয়ার ছেলে মোর্শেদ কামাল (৪৫), বেঙ্গাডোবা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে সাওজ মিয়া (৬৫) ও একই গ্রামের মোস্তর আলী ছেলে মোঃ কাছম আলী (৬০)। পরিচালিত এই মোবাইল কোর্টে তাকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও এর উপকরণ ধ্বংস করা হয়েছে।