লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে মানসিক ভারসাম্যহীন ঝুলন্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় লাখাই উপজেলার করাব ইউনিয়নের গুনিপুর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মানসিক ভারসাম্যহীন মোঃ সোহেল মিয়া(৩৮) নিজ শয়ন কক্ষে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
রাত সাড়ে ১২টায় মৃতের মা জুবেদা খাতুন ছেলের ঝুলন্ত লাশ দেখে পাড়া প্রতিবেশী কে ডেকে আনে এবং ছেলের ব্যপারে তাদের কাছে খুলে বলে।
সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশের উপপরিদর্শক(এস আই) জালাল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে মৃতের সুরতহাল তৈরী করে লাশ থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদরে মর্গে প্রেরন করা হয়েছে।
এ ঘটনায় লাখাই থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।