নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল করতে হবে আরও জোরদার।
মাদক থেকে অপরাধের সৃষ্টি হয়। জুয়াড়িদের কোনভাবে ছাড় দেওয়া যাবে না। রেহাই দেওয়া যাবে না মাদক বিক্রেতা ও সেবনকারী কাউকে। জুয়া ও মাদকসহ অপরাধ দমনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে। ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে স্প্রে পার্টির সাথে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাশ, ট্রাফিক জোনের ইন্সপেক্টর মোঃ রমজান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, পৌরসভার সিনিয়র প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী, হপবিস’র ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর দপ্তর-কারিগরী) প্রকৌঃ মামুন মোল্লা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টু, প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, রিপোর্টার্স ক্লাব সভাপতি বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরী প্রমুখ।
এছাড়া সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।