স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-সিলেট মহাসড়কে মিরপুর পেট্রোল পাম্প এলাকায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে একজন নিহতসহ ৪জন আহত হয়েছে।
গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, যাত্রীবাহি সিএনজি ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। এর মাঝে পয়ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি মারা যায়। তবে এ লেখাকালে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।