বাহুবল প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবল মডেল থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস এর বদলী জনিত কারণে বাহুবল উপজেলা মডেল প্রেসক্লাব ও অনলাইন দৈনিক খোলা চোখ পত্রিকার পক্ষ হতে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজারে বাহুবল উপজেলা মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম টিপু সুলতানের সভাপতিত্বে দৈনিক খোলা চোখ পত্রিকার বার্তা সম্পাদক ও উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাঁচগ্রাম নেতা মোঃ ফয়সল মিয়া, বিশিষ্ট শিল্পপতি হাজী মোহাম্মদ সফিক মিয়া মহালদার, আজকের পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি কাজী মাহমুদুল হক সুজন, ৭নং ভাদেশ্বর ইউপি সদস্য মোঃ তুহিন মিয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমির আলী, মোঃ আব্দুল আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াহিদ মিয়াসহ প্রমুখ ।
সংবর্ধনায় বক্তারা বলেন, ওসি তদন্ত একজন উদার মনের মানুষ। আমরা একজন চৌকস পুলিশ কর্মকর্তা কে বিদায় জানাচ্ছি। সব সময় জনগণের সেবক হিসেবে এ থানায় কর্মরত ছিলেন। তিনি নতুন কর্মস্থলে ভাল থাকুক সেটাই কামনা করেন।
বিদায়ী ওসি তদন্ত প্রজিত কুমার দাস বাহুবল মডেল থানায় তাকে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন কর্মস্থলের জন্য সবার দোয়া কামনা করেন।