বিনোদন ডেস্ক : ২৪ বছর বয়সী এক মুসলিম লোক গওহরকে থাপ্পড় মারে যাকে পরে গ্রেপ্তার করা হয়। এবং সেই লোক তার থাপ্পড় মারার কারণ হিসেবে দেখায় গওহর যে সংক্ষিপ্ত পোশাক পড়েছেন, তা ইসলাম স্বীকৃত নয়।
এই ঘটনার প্রেক্ষিতে গওহর খান গণমাধ্যমকে জানান, যদি সেখানে কোন কিছুর ঘাটতি থাকে তবে তা নিরাপত্তার। সিকিউরিটি চেক না করিয়েই কী করে ওই লোককে কার্ড দেয়া হয়েছিল এটা গওহরের জিজ্ঞাসা। তিনি আরও বলেন, এটা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড, এখানে ধর্মের কোন বিষয়ই নেই। তিনি যোগ করেন, কোন ধর্ম বা সংস্কৃতিই কাউকে হিংস্র হতে বলে না।