মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব অনুষ্টিত হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি উপজেলার তেলিয়াপাড়ার আঞ্চলিক সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের জন্ম বাষিকর্ী পালন করা হয়। সকালে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি, সুরমা শিববাড়ী, সুরমা মহোৎসব মাঠ, বেকুয়াবাজার প্রদক্ষিন করে অশ্বিনী সরকারের বাড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভজন গান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
তাছাড়া উপজেলার ইটাখোলা, দক্ষিন বেজুড়া, পৌর শহরের কাটিয়ারায় অনুকূল ঠাকুরের জন্ম বাষিকর্ী পালন করা হয়।