স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের চুনারুঘাটে ৮টি ভারতীয় গরুসহ ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে ডিবির ওসি নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চিমটিবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি গাড়ি ও মোটর সাইকেল জব্দ করা হয়। আটকরা হল, আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাস গ্রামের মৃত নুরুল হকের পুত্র চোরাকারবারি আব্দুল কাদের (২৫) ও সুন্দরপুর এলাকার আব্দুন নুরের পুত্র আব্দুল হাদি (৪৫)।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করেছে এবং গতকাল রবিবার বিকালেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। ডিবি ওসি মামুন জানান, ওই চক্র দীর্ঘদিন ধরে ভারতের সীমান্ত দিয়ে অবৈধভাবে এসব পণ্য পাচার করে আসছে। বিষয়টি নজরে এলে তারা অভিযান চালায়। অভিযান নিয়মিত চলবে।