স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আম্বিয়া খাতুন (৩০) কে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার স্বামী আব্দুল আজিজ পালিয়ে গেছে।
গতকাল রবিবার ভোরে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজ নষ্ট করছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল রবিবার বিকালে আম্বিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।
ডিবির ওসি জানিয়েছেন, অভিযান নিয়মিত চলবে। স্বামী আব্দুল আজিজকে ধরতেও অভিযান অব্যাহত আছে।