রুবেল মিয়া,(মাধবপুর) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বেজুরা বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যবর্তী স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই তরিকুল ইসলাম ও এস,আই সুজন শ্যাম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করে। এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতরা হলো হবিগঞ্জের বাহুবল উপজেলার হিমের গাঁও গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার পুত্র ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার মৃত আমরু মিয়ার পুত্র আল আমিন (২৯), মো: লায়েক মিয়ার পুত্র মাহবুব মিয়া(৩২) ও মতি মিয়ার পুত্র তাবিদুল ইসলাম (২৮)। এস,আই তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
জব্দ ডাকাতির সরঞ্জামের মধ্যে রয়েছে রামদা, সিধ কাঁটার সাবল, ছুরি, তালা ভাঙ্গার লোহার বাকা রড, সাদা রংয়ের কট সুতার রশি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আরও তথ্যের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে ডাকাতদের রিমান্ড আবেদন করা হবে।