মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে তথ্য গোপন করে সরকারি টিন নিল একটি পরিবার। সরকার যাদের জায়গা আছে ঘর নেই এমন পরিবার যাচাই ,বাচাই করে ঘর তৈরী করার জন্য টিন বরাদ্ধ দিচ্ছেন । এর ধারাবাহিকতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলায়ও যাদের জায়গা আছে ঘর নেই এমন পরিবার যাচাই বাচাই করে টিন বরাদ্ধ দেওয়া হচ্ছে।
কিন্ত মাধবপুর উপজেলার স্থায়ী নাগরিক না হয়েও মাধবপুর উপজেলার স্থায়ী বাসিন্দা পরিচয় দিয়ে সরকারি টিন নিয়েছে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের এক ভাড়াটিয়া পরিবার।
এই ঘটনায় সেলিম মিয়া নামে এক ব্যাক্তি শনিবার (২৩ সেপ্টেম্বর)দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের ফয়জুর রহমানের বাড়ির ভাড়াটিয়া বিল্লাল মিয়া নিজেকে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের স্থায়ী বাসিন্দা পরিচয় দিয়ে সরকারি টিন নিয়েছেন।
বরাদ্দকৃত টিন গুলো মাধবপুর উপজেলাবাসীর জন্য হলেও অন্য উপজেলার নাগরিক বিল্লাল মিয়া সরকারি বরাদ্দকৃত টিন নেওয়ায় মাধবপুরের প্রকৃত নাগরিক বঞ্চিত হল।
এই ব্যাপরে বিল্লাল মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করলে তার স্ত্রী জানান, তারা সরকারি টিন পেয়েছেন। তাদের স্থায়ী ঠিকানা মীরনগর না হলেও তারা এখানে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন।
আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান, বিল্লাল মিয়া কি করে সরকারি টিন বরাদ্দ পেয়েছেন তিনি এই বিষয়ে অবগত নন। কে বা কারা তার নাম তালিকায় দিয়েছেন সেটা তিনি জানেন না।
মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মাধবপুর উপজেলার বাসিন্দা নয় এমন কাউকে টিন বরাদ্দ দেওয়া হয়নি।