স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ শহরের তেঘরিয়া থেকে ড্রেজার মেশিনের পাইপ চুরির মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১৬ লাখ টাকার পাইপ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সেই সাথে এই চক্রের এক সদস্য রিয়াজ মিয়া (৩০) কে আটক করা হয়েছে। সে কুমিল্লা জেলার লাকসাম থানার উত্তর লাকসাম গ্রামের সালাউদ্দিনের পুত্র।
গতকাল শুক্রবার ভোরে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় রিয়াজকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে উল্লেখিত মূল্যের পাইপ জব্দ করা হয়। এ সময় এই চক্রের মূল হোতা অলি মিয়া পালিয়ে যায়।
পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করা হয়। ওই এলাকার অলি মিয়াসহ কয়েকজন মেশিনসহ পাইপ চুরি করে নিয়ে যায়। পুলিশ ড্রেজার মেশিন উদ্ধার করে। কিন্তু পাইপ পাওয়া যায় লাকসামে। এসআই মমিনুল ইসলাম জানান, রিয়াজ চুরির সাথে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শুক্রবার বিকালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল ১ আদালতে তার জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এসআই মমিন আরও জানান, মামলার মূল হোতাকে ধরতে অভিযান অব্যাহত আছে।