নিজস্ব প্রতিবেদক :
মাধবপুরে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামের মোঃ উজ্জ্বল মিয়ার ছেলে মোঃ ইয়ামিন (৪) বিকালে সকলের অগোচরে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়।
পুকুরের পানি থেকে উদ্ধার করে স্বজনেরা মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত বলে জানান।
হাসপাতালে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বনিক জানান, হাসপাতালে আসার পূর্বেই শিশুটি মারা যায়।