নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :
হবিগঞ্জ শহরে অল্প সময় বৃষ্টি হলেই কয়েকদিন পানি জমে থাকে এতে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে শহরে চলাচলকারী হাজারো মানুষের।
সরজমিনে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ সদর মডেল থানা ও জেলা পরিষদের সামনের সড়কে।পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই শহরের মেইন সড়কের গুরুত্বপূর্ণ এই চত্তরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্ঘদিন থেকে খানাখন্দক আর পানি জমে থাকার কারণে প্রায়শই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
শহরে প্রবেশের এই মোড় দিয়েই জেলা সদর হাসপাতাল, থানা, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে যাতায়াত করতে হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে লাখাই উপজেলার মাদনা থেকে রোগী নিয়ে আসা বাবুল মিয়া জানান, এই মোড়ে পানি জমে থাকার কারণে খানাখন্দক বুঝা যায়না। যার কারণে অটোরিক্সা গর্তে পড়ে যায়। রোগীদের অনেক কষ্ট হয়। থানার সাথে দেয়াল ঘেষা এই জায়গার পানি এতটাই নোংরা যে, সাথে সাথে পায়ে চুলকানী শুরু হয়ে যায়।
এবিষয়ে পৌর মেয়র আতাউর রহমান সেলিম জানান, আমি নির্বাচিত হওয়ার পর থেকে শহরের জলাবদ্ধতা নিরসনের লক্ষে নতুন নতুন ড্রেনেজ ব্যবস্থা তৈরি করছি। আশা করছি অচিরেই এখানকার জলাবদ্ধতার নিরোসন হবে।