বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরবেলা উপজেলা পরিষদ সভাকক্ষে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,বীরমুক্তিযোদ্ধা বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক বৃন্দ।
আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি মোহাম্মদ নুনু মিয়া, পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা কমিটির সভাপতি প্রানেশ গোস্বামী, হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র সূত্রধর,হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,করাব ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদুর রহমান ফুরুক, প্রধান শিক্ষক বিশ্বজিত ভট্টাচার্য্য,বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সভায় বক্তাগন বলেন আসন্ন শারদীয় দূর্গা পূজায় প্রতিমা তৈরির সময় থেকেই পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থায় থাকতে হবে।
প্রশাসন এ বিষয়ে সর্বাত্নক সহযোগিতা করে যাবে।সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে।