শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
তারুণ্যের রোডমার্চ উপলক্ষে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে বিএনপির পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব থেকে সিলেটের উদ্দেশ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে এ রোড মার্চ অনুষ্ঠিত হয় ।
২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ২ ঘটিকায়, হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আয়োজনে জেলা বিএনপির আহ্বায়ক, কাউন্সিলর আব্দুল হাসিমের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহবায় শাম্মী আক্তার এর পরিচালনায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় তারুণ্যের রোডমার্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক তরিকুল ইসলাম রিংটোন, কেন্দ্রীয় যুবদল নেতা শফিকুল ইসলাম মেহেদী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাহির তুহিন, কেন্দ্রীয় ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ মাহমুদ জুয়েল, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বিলাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মেয়র ফরিদ আহমদ অলি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবদল সভাপতি কামরুল হাসান রিপন প্রমূখ।
সভায় হবিগঞ্জ জেলার নয়টি উপজেলা থেকে বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ট্রাকযোগে, গাড়ি করে, পদব্রজে মিছিল সহকারে সমবেত হন। চারিদিকে মিছিলে মিছিলে মুখরিত হয়ে যায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা।
মহাসড়কের পাশে এই পথসভার আয়োজন হলে কিছু সময়ের জন্য মহাসড়ক যান চলাচলে যানজটের সৃষ্টি হয়।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা শেষ করে সিলেটের উদ্দেশ্যে রোডমার্চ শুরু করেন।