বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে বিভিন্ন ইউনিয়ন এর কৃষি কার্যক্রম পরিদর্শনের অংশ হিসাবে উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়ন এ কৃষি উন্নয়ন বিষয়ক কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
বুধবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী বামৈ ইউনিয়ন এর বিভিন্ন মাঠ ও গ্রাম পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তেলজাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে সরিষার বীজ সংরক্ষণ পরিদর্শন করেন।
ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুনঃস্থাপনকৃত পারিবারিক পুষ্টি পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
কৃষক গ্রুপের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা কৃষি যন্ত্রপাতির শেড পরিদর্শন করেন।
নতুন জাতের ধান হাইব্রীড-৬ এর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।
এছাড়াও এ ইউনিয়ন এর হাটবাজার এ অবস্থিত সারও বালাই নাশক এর দোকান পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে ও কৃষির উন্নয়নে উপজেলায় মাঠ পর্যায়ে পরিদর্শন একটি চলমান কাজ। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।