শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে :
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার(২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার রাণীগাঁও ইউনিয়নের অন্তর্গত মণিপুর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলন করায় মণিপুর গ্রামের মোঃ মিজান মিয়া (৩৯)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।ওই সময় প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।