লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে চার প্রতিষ্টানকে নগদ অর্থদন্ড প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)দুপুরে লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা দেবানন্দ সিংহা এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বুল্লা বাজারের আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার কে ৮ হাজার, আদর্শ মাতৃ ভান্ডার কে ৮ হাজার, নোয়া গাঁও মিষ্টান্ন ভাণ্ডার কে মৃল্য তালিকা ও দইয়ের গায়ে উৎপাদনর তারিখ না থাকায় ৮ হাজার এবং অপু ষ্টোর কে ৩ হাজার টাকা নগদ অর্থ দন্ড প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে সার্বিক সহযোগিতা করে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক ( এস,আই)মৃদুল কুমার ভৌমিক ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।