নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জকিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় জয়নাল আবেদিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নের নোয়াগ্রাম যাত্রী ছাউনি সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মফিদুল হক সজল।নিহত জয়নাল আবেদিন জকিগঞ্জ উপজেলার শাহজালালপুরের আব্দুল আজিজের ছেলে।জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে নোয়াগ্রাম যাত্রী ছাউনি সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুত্বর আহত জয়নাল আবেদিনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।থানার উপ পরিদর্শক (এসআই) মফিদুল হক সজল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত জয়নাল আবেদিনকে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।