লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে চোরাইমালামালসহ ৫ জনকে আটক করে পুলিশে দিল জনতা।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পশ্চিম বুল্লা শাহী ঈদগাহ এলাকায় চোরাইমাল সহ আসামী মনসুর মিয়া, আক্কাস মিয়া, মুন্না মিয়া, শাহাফুজ মিয়া ও রেনু মিয়াকে চোরাইমালামাল সহ লাখাই থানার পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় লাখাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায় চোরাইমালামালসহ আটকের সংবাদ পেয়ে লাখাই থানা পুলিশের উপ-পরিদর্শক( এসআই) ( মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌছে সিংহগ্রামের খলিলুর রহমানের ছেলে মনসুর মিয়া (৩২), মৃত হানিফ মিয়ার ছেলে আক্কাস মিয়া(৪০), চুনু মিয়ার ছেলে মুন্না মিয়া( ২২), মৃত আজগর আলীর ছেলে মাহাফুজ মিয়া(৪৩) ও মৃত আউয়াল বক্সের ছেলে রেনু মিয়া (৫২) কে আটক করে চোরাইমালামাল সহ আটকদের কে থানায় নিয়ে আসে।
আটকদের কে রবিবার (১৭ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।